সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান: জরিমানা ৫ লাখ, একটি সিলগালা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৬:২৯ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা ও পাহাড় কাটার দায়ে পাঁচটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং আরেকটি ভাটা সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে উপজেলার এওচিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, অভিযানে বিসমিল্লাহ ব্রিকস, এবিসি ব্রিকস, কেএমবি ব্রিকস, মেসার্স মা ব্রিকস ও এইচএবি ব্রিকস—এই পাঁচটির প্রত্যেককে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে মেসার্স খাজা ব্রিকস নামে আরেকটি ইটভাটা সিলগালা করে দেওয়া হয়।

তিনি বলেন, “লাইসেন্স ছাড়া ইট তৈরি, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস ও স্থানীয়দের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।”