সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ অক্টোবর ২০২৫ | ১২:৪২ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী নাথ (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের নাথ পাড়ায়自家 বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পপি রানী নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী।

স্থানীয়রা জানান, বসতঘরের একটি জানালার সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে থাকায় সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সকালে অসাবধানবশত জানালাটি স্পর্শ করলে পপি রানী নাথ বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার, উপ-পরিদর্শক নাজমুল হাসান জানান, নিহতের ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। তিনি বলেন, “চমেক হাসপাতাল থেকে প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”