সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পতিত স্বৈরাচারকে ফেরানোর সুযোগ দেওয়া হবে না: সাতকানিয়ায় শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০২৫ | ৬:৩২ অপরাহ্ন


‘পতিত স্বৈরাচারকে’ ক্ষমতায় ফেরানোর যেকোনো চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক দুটি ‘সেন্টার প্রতিনিধি সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন এবং নেতাকর্মীদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

শাহজাহান চৌধুরী বলেন, “যারা স্বৈরাচারী হাসিনার ভাষায় কথা বলবে, হাসিনাকে ফেরানোর চেষ্টা করবে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

বিকেলে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ার উল আলম চৌধুরী।

ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, এওচিয়া জামায়াতের সহ-সভাপতি মাওলানা জাকারিয়া ও মো. জাকারিয়া, সাবেক সভাপতি ডাক্তার জাফর উল্লাহ, শ্রমিক নেতা আরিফুল ইসলাম এবং ছাত্র শিবিরের এওঁচিয়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান।

একই দিন সন্ধ্যায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উত্তর রামপুর শহীদ আনোয়ার হোসেন একাডেমিতে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শাহজাহান চৌধুরী ছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবসায়ী নেতা মো. আলমগীর এবং ইউনিয়ন সভাপতি ওমর ফারুক।