
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র দুই সাংবাদিক।
রোববার সকালে এ ঘটনায় গুরুতর আহত ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মোহাম্মদ পারভেজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা তাদের ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ফোন, মানিব্যাগ ও বহনকারী সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সাংবাদিক হোসাইন জিয়াদ জানান, শনিবার জঙ্গল সলিমপুরে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার ফলোআপ সংবাদ সংগ্রহের জন্য তারা রোববার সকালে সেখানে গিয়েছিলেন। এ সময় কয়েকটি সিএনজি অটোরিকশায় এসে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হাসপাতালে চিকিৎসাধীন ক্যামেরাপারসন মোহাম্মদ পারভেজ জানান, জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় ৫০ থেকে ৬০ জন লোক অস্ত্র ও গাছের টুকরো দিয়ে তাদের ওপর হামলা করে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, আহত দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় হোসাইন জিয়াদকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
যে ঘটনার জেরে হামলা
এর আগে শনিবার সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোকন মেম্বার ও ইয়াসিন নামে পরিচিত দুই ব্যক্তির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হন। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েই রোববার সকালে হামলার শিকার হন হোসাইন জিয়াদ ও মোহাম্মদ পারভেজ।
এ ঘটনায় চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছে।