
চট্টগ্রামের হাটহাজারীতে গত ২২ দিনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় মাদক, ধারালো অস্ত্র এবং একটি সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া।
ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানামূলে ৩৭ জন, নিয়মিত মামলায় ২৫ জন, পুলিশ ও ফৌজদারী কার্যবিধি আইনের বিভিন্ন ধারায় ১৬ জন এবং মাদক মামলায় ৬ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ১১২ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ৩২ লিটার চোলাই মদ, চারটি ছুরি, তিনটি ধারালো দা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে।
ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও বলেন, সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা চলাকালে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজের তত্ত্বাবধানে পুলিশ পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে, যা জনমনে স্বস্তি এনেছে।
নিজের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “আমি শুধুমাত্র আমার সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। জনমনে স্বস্তি দেখা গেলেও আমি কিন্তু সন্তুষ্ট না, কারণ আমি আরও বেশি কাজ করতে চাই।”