সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফটিকছড়ির ফকিরহাট বাজারে আগুন, পুড়ল ৮ দোকান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০২৫ | ৩:০১ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফকিরহাট বাজারে আগুনে দুটি গুদামসহ আটটি দোকান পুড়ে গেছে।

রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে বাজারের মুদি দোকানি মোহাম্মদ মুছার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

ফকিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু আহমেদ বলেন, “লোকজন ‘আগুন আগুন’ বলে চিৎকার শুরু করলে আমরা দৌড়ে আসি, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়।”

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হলেও আমরা প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি।”

অগ্নিকাণ্ডে মোহাম্মদ মুছা ছাড়াও মো. সুজন, মো. সজিব, মাওলানা সাঈদ, মো. সাফা, আজিজুল হক, রাজিব ও মো. এহসানের দোকান ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইতোমধ্যে পৌরসভা ও উপজেলা পরিষদ থেকে খাদ্যশস্য, ঢেউটিন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।