
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় ‘ক্লাসিক্যাল সুইটস’ নামে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রায় ১০ মণ মিষ্টি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার বটতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, কারখানার পুরো পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এর মালিক আতিক উল্লাহকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আতিক উল্লাহ উপজেলার মো. আলী মুন্সি পাড়ার আকতার কামাল চৌধুরীর ছেলে।
ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কারখানা মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে লোহাগাড়া নিরাপদ খাদ্য পরিদর্শক শের আলী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।