সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

জনশান্তি বিনষ্ট: হাটহাজারীতে ৪ মাদকাসক্তকে কারাদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০২৫ | ১১:৩৭ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে চার যুবককে এক সপ্তাহ করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ৪০০ টাকা জরিমানাও করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

তিনি জানান, উপজেলার বড় দিঘীর পাড়, লালিয়ার হাট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট এলাকায় কয়েকজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, পৌরসভার আলীপুর এলাকার মৃত টুনু মিয়ার ছেলে মো. করিম, মো. জাকির হোসেনের ছেলে মো. লোকমান, মধ্যম দেওয়াননগর এলাকার মো. তসলিম উদ্দীনের ছেলে মো. তামিমউদ্দীন এবং আদর্শ গ্রাম এলাকার মো. কামালের ছেলে মো. এরশাদকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “হাটহাজারীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”