
চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামে হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ দুর্ঘটনার পর স্থানীয়রা বাসচালককে আটক করে পুলিশে দিয়েছে।
নিহত সোহেল চৌধুরী হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন কেন্দ্রীয় নেতা এবং রাউজানের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার সাবেক মুহতামিম ছিলেন।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে হাটহাজারীর দিকে যাওয়ার সময় নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়।
তিনি বলেন, “গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসের চালক জানে আলমকে (৪০) আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার জানান, নিহত সোহেল চৌধুরী স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
ওসি মোহাম্মদ উল্লাহ আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক বাসচালক জানে আলম পুলিশ হেফাজতে আছেন।