
কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর সড়কে যানবাহন ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তা করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) রাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চকরিয়া থানার মিডিয়া সেল মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মাইজকাকারা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫), একই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ কামাল হোসেনের ছেলে মোহাম্মদ সাজ্জাত হোসেন (২৫) ও বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার মাহামুদুল হকের ছেলে মোহাম্মদ আনছার (৩২)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “গ্রেপ্তারকৃত তিন ডাকাত জানিয়েছে, তারা গত ৩০ অক্টোবর রাতে চকরিয়া উপজেলার মানিকপুর ইয়াংছা সড়কে যানবাহন ডাকাতির সঙ্গে জড়িত।”
তিনি আরও জানান, স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃত তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে থানায় অসংখ্য ডাকাতি মামলা রয়েছে।
ওসি বলেন, “মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে সড়ক ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। একইদিন দুপুরে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত মামলার শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”