
কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় পাঁচ ইউনিয়নে কিশোরী ও নারীদের সুরক্ষায় এবং বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ শুরু করছে এনজিও সংস্থা এফআইভিডিবি। ‘ক্লাইমেট সেফ কমিউনিটিজ স্টেনদেনিং ক্লাইমেট রেজিলিয়েন্স টু এন্ড আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ’ শীর্ষক এই প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় জানানো হয়, জলবায়ু সহনশীলতা বাড়ানোর মাধ্যমে বাল্যবিয়ে নির্মূল করাই এর লক্ষ্য।
মঙ্গলবার (৪ নভেম্বর) চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এলাকাভিত্তিক ইভটিজিং, বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপজেলার বদরখালী, কোনাখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা ও সাহারবিল ইউনিয়নকে এই কাজের জন্য নির্বাচন করা হয়েছে।
এনজিও সংস্থা এফআইভিডিবি’র এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি জানান, অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড-এর সহায়তায় পরিচালিত এই প্রকল্পের বাস্তবায়নকারী পার্টনার হিসেবে এফআইভিডিবি কাজ করছে। প্রকল্পের অধীনে খাদ্য নিরাপত্তা, জলবায়ু অভিযোজন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অগ্রসর করার পাশাপাশি জলবায়ু-সহনশীলতার মূল কাঠামোগত বৈষম্যগুলো দূর করার লক্ষ্যে কাজ করা হবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “প্রকল্পের মূল উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক রেখে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করলে বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “এ প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হলে সকল নিকাহ রেজিস্ট্রার (কাজী) এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে হবে। পাশাপাশি নির্বাচিত পাঁচ ইউনিয়নের আওতাধীন সকল স্কুল, কলেজ ও মাদরাসায় মতবিনিময় সভা করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করতে হবে। তাহলেই এই প্রকল্পের উদ্দেশ্য এবং সুফল জনগণের কল্যাণ নিশ্চিত করবে।”
প্রকল্পের অধীনে ইভটিজিং মুক্ত নিরাপদ পরিবেশ তৈরি এবং বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার পটভূমি তুলে ধরে সমাপনী বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। তিনি প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আরিফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবু তৈয়ব, উপজেলা যুব উন্নয়ন অফিসার শামছুন্নাহার বেগম, এনজিও সংস্থা একলাব চকরিয়া উপজেলা ব্যবস্থাপক মাহবুবর রহমান ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।