নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে খুনির মা ও দুর্নীতিবাজ নেত্রী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
তিনি বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতিবাজ নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। এতিমদের টাকা আত্মসাতের জন্য আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। তার ছেলে তারেক রহমানকেও সাজা দিয়েছেন। সেই খালেদা নাকি গণতন্ত্রের মা! এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে। এদেশের মানুষ ২০১৩, ২০১৪ সালের আগুন সন্ত্রাস ভুলে যায়নি। বেগম খালেদা জিয়া খুনির মা।’
আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে আজ বুধবার (১৪ মার্চ) দুপুরে আয়োজিত পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
জনসভা জনসমুদ্রে রূপ নেবে আশবাদ ব্যক্তকরে মাহবুবুল আলম হানিফ বলেন, ‘মায়ের অধিকার শেখ হাসিনা দিয়েছেন। স্কুলভর্তিতে মায়ের নাম বাধ্যতামূলক করেছেন। আগে এটা ছিল না। এখন সন্তনের নামের পাশে মায়ের নাম লেখা হচ্ছে। এ অধিকার শেখ হাসিনা দিয়েছেন। সৎ লোকের শাসন চাইলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আশাকরি ২১ মার্চের জনসভা জনসমুদ্রে রূপ নেবে।’
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম জনসভার প্রচারণায় জাতিরজনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়া অন্য কোনো নেতার ছবি না ছাপানোর আহ্বান জানান।
এনামুল হক শামীম বলেন, ‘২১ মার্চ জনসভা সফল করা আপনাদের দায়িত্ব। আমারও দায়িত্ব। পটিয়ার মাটি আওয়ামী লীগের উর্বর ভূমি। আমরা সুশৃঙ্খল জনসভা করতে চাই। জনসভায় যাতে মানুষ সুন্দরভাবে ঢুকতে ও বের হতে পারেন সে ব্যবস্থা করতে হবে। পোস্টার ব্যানারে শুধু নেতার নাম দিতে পারেন।’
পটিয়া ইন্দ্রপুলের হল টুডে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য দেন পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান চৌধুরী শেখর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, সহ-সম্পাদক সালাউদ্দিন মাহমুদ, বদরুল আলম, জুবাইদা গুলশান আরা, জহিরুল ইসলাম প্রমুখ।
একুশে/এএ