সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফিলিস্তিনিদের সুরক্ষা বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র

| প্রকাশিতঃ ১ জুন ২০১৮ | ৭:৫০ অপরাহ্ন

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র): গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার আহবান জানিয়ে প্রস্তুত করা জাতিসংঘের একটি খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ‘অবিসংবাদিতভাবে ভেটো’ দেবে। শুক্রবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির প্রাক্কালে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি একথা জানান। খবর এএফপি’র।

হ্যালি আরব দেশগুলোর পক্ষ থেকে কুয়েত উত্থাপিত এ প্রস্তাবকে একেবারেই এক পাক্ষিক হিসেবে অভিহিত করে বলেন,এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য। প্রস্তাবটি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে।

শুক্রবার বিকেল ৩ টায় এ ভোট হওয়ার কথা রয়েছে।

একুশে/এসআর