সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পয়সা দিয়ে ‘ট্রাম্প-কিম’র সঙ্গে সেলফি!

| প্রকাশিতঃ ১০ জুন ২০১৮ | ৪:৩৯ অপরাহ্ন

নিউজ ডেস্ক : আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগেই গতকাল শনিবার সিঙ্গাপুরের একটি শপিংমলে বৈঠক করেছেন ট্রাম্প-কিমের ডুপ্লিকেট। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

কিমের অনুকরণ করে সাম্প্রতিক মাসগুলো আলোচিত হওয়া হংকংভিত্তিক অনুকারক হাওয়ার্ড এক্স ও ট্রাম্পের ডুপ্লিকেট ডেনিস অ্যালান এদিন বৈঠকে মিলিত হন।

সিঙ্গাপুরের বুগিস জাংশন মলে একটি প্রমোশনাল ইভেন্টে অংশ নিয়ে ‘আসল’ ট্রাম্প-কিম সামিট অভিহিত হওয়া এ বৈঠকে ওই ব্যক্তি ক্রেতাদের উদ্দেশ্যে হাত নাড়েন। স্টেজে উভয় ব্যক্তি হাত মেলান এবং একে অপরকে জড়িয়ে ধরেন। এসময় তারা দর্শানার্থীদের মোবাইলের দিকে পোজও দেন।

তবে এই দুই ব্যক্তির সঙ্গে সেলফি তুলতে কিন্তু পয়সা ফেলতে হয়েছে। এই দুই ব্যক্তির চাপে যারা সুভ্যেনিয়র ছবি তুলতে চেয়েছেন তাদের অ্যাপ ডাউনলোড করতে হয়েছে এবং ১১ মার্কিন ডলার দিতে হয়েছে। হাওয়ার্ড এক্স তার সেলফি শিকারীদের উদ্দেশে বলেন, উত্তর কোরিয়া, মানে আমাকে আপনাদের এই দানের জন্য ধন্যবাদ। আমি এটার জন্য সত্যি কৃতজ্ঞ, কারণ আমরা অর্থ সংকটে ভুগছি।

চেন জিয়াং নামে ২৮ বছর বয়সী একজন ছবি তোলার জন্য লাইন দিয়েছিলেন। তিনি বলেন, এই অনুকরণকারীদের সঙ্গে ‘সত্যিকারে কিম ও ট্রাম্পের প্রায় ৯৯ ভাগ মিল রয়েছে।’

এই দুই ব্যক্তির কয়েকটি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে এবং একটি সিফুড রেস্টুরেন্টেও উপস্থিত হবেন তারা।

আসল কিম-ট্রাম্পের মতো নকল কিম-ট্রাম্পও ব্যক্তিজীবনে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়ে চলেছেন। হাওয়ার্ড এক্স শুক্রবার বলেছেন, মঙ্গলবারের আসল সম্মেলনকে সামনের রেখে চাঙ্গি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করেছেন একজন ইমিগ্রেশন কর্মকর্তা। এর আগে গেলো ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকেও দেখা মেলে নকল কিম-ট্রাম্পের। তবে নকল কিম উত্তর কোরিয়া চিয়ারলিডারদের সামনে নৃত্য করার পর নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে দেয়।