চট্টগ্রাম: চট্টগ্রামে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার বিকেল ৪টা ১ মিনিট ১২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি। রিখটার স্কেলে ৫ দশমিক ০ মাত্রার এ ভূমিকম্পকে ‘মাঝারি’ ধরণের বলে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদফতর।
পতেঙ্গা আবহাওয়া দফতরের কর্তব্যরত সহকারী মাহমুদুল আলম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫০৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের ২১.৪ উত্তর এবং ৯৪.৬ ডিগ্রী পূর্বে পাকুক্কু এলাকায়।