সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সেই সাব্বিরের জন্য অপেক্ষা…

| প্রকাশিতঃ ২ অগাস্ট ২০১৬ | ৭:৫৩ অপরাহ্ন

sabbirচট্টগ্রাম : বহুল আলোচিত সেই সাব্বিরুল হক চৌধুরী কনিকের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তার বাবা আজিজুল হক চৌধুরী রাশেদ। এর আগে শুক্রবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন তিনি। বাকলিয়া থানা জিডি নং ১৪০২, তারিখ : ২৯/০৭/২০১৬ইং)

মঙ্গলবার বিকেলে একুশেপত্রিকাডটকমের কাছে সাধারণ ডায়রির ফটোকপি ও নিখোঁজ ছেলের ছবি পাঠিয়ে এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের অনুরোধ জানান আজিজুল হক চৌধুরী। তিনি বলেন, তার ছেলে সাব্বিরুল হক চৌধুরী কনিক (২৪) ইসলামী বিশ্ববিদ্যালয়ের সীতাকুণ্ড ক্যাম্পাসের ইকনোমিক অ্যান্ড ব্যাংকিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। গত ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইংরেজি বিকাল ৫ টায় রাউজানে বন্ধুর বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সাব্বির নিরুদ্দেশ হয়ে যায়। এরপর বন্ধ করে দেয়া হয় তার ০১৬৭৬০৭৪৩৪৯ নম্বরের মোবাইল ফোনটিও।

কোনো সহৃদয়বান ব্যাক্তি কনিকের সন্ধান পেলে এই নম্বরে ০১৭৩২-৫৫৭৫১৫ যোগযোগের জন্য আজিজুল হক চৌধুরী রাশেদ অনুরোধ জানিয়েছেন।

gdপ্রসঙ্গত, আজিজুল হক চৌধুরী রাশেদ আনোয়ারা বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব শাখার কর্মকর্তা। তার ছেলে সাব্বিরের ফেসবুক এক্টিভিটিসসহ জঙ্গীদলে যুক্ত হওয়ার নানা সম্ভাবনা তুলে ধরে গত ১৪ জুলাই প্রথম অনুসন্ধানী প্রতিবেদন করে একুশেপত্রিকাডটকম।

এরপর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির ছবি প্রকাশের পর কনিকের পরিবারে কান্নার রোল পড়ে। প্রকাশিত ছবির তৃতীয় সারির দ্বিতীয় জনের ছবির সঙ্গে সাব্বিরুল হক কনিকের ছবির মিল থাকায় তার পরিবার ধারণা করছিলো এই অভিযানে সাব্বির মারা গেছেন। এছাড়া জীবিত ধরা পড়া জঙ্গি যে ৮ জনের নাম প্রকাশ করে সেখানে সাব্বির নামটি থাকায় সন্দেহ আর ঘনিভুত হয়। সাব্বিরের বাবা আজিজুল হক চৌধুরী ঘোষণা দেন, ছেলের লাশ শনাক্ত হলে তিনি সেই লাশ গ্রহণ করবেন না এবং দেশবাসীর কাছে ছেলের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন। পরেরদিন পরিবারেরর সদস্যরা ঢাকায় লাশ শনাক্ত করতে গিয়ে দেখেন নিহত নয় জনের মাঝে সাব্বির নেই।

সেই থেকে নতুন করে আশায় বুক বেধেছেন সাব্বিরের বাবা-মা। বিপথগামী হলেও ছেলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তার জীবিত সন্ধান মিলবে এই আশা করছেন তারা। এজন্য সরকার, প্রশাসনসহ দেশবাসীর সহযোগিতা চেয়েছে সাব্বিরুল হক কনিকের পরিবার।