সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ইয়াবা বিক্রেতার পাঁচ বছর কারাদন্ড

| প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০১৬ | ৩:৫১ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রাম: চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের একটি মামলায় সুমন সাহা নামে এক বিক্রেতাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি একই রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহে নূর এ রায় ঘোষণা করেন।

দন্ডিত সুমন সাহাকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০০৯ সালের ১৫ জুলাই নগরীর জামালখান বাই লেইনের ২৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় সুমনের বাসা থেকে ৬০৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কোতয়ালী থানার এসআই আব্দুল হালিম একইদিন মামলা করেন। ওই মামলায় সুমনের বিরুদ্ধে একই বছরের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ২০১০ সালের ১৫ মার্চ অভিযোগ গঠন করা হয়। ১৩ জন সাক্ষীর মধ্যে চারজন সাক্ষ্য শেষে আদালত রায় ঘোষণা করেন।