সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ছিনতাইকারী চক্রের দলনেতা গ্রেফতার

| প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০১৬ | ৭:৫২ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে গুলি ও অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের এক দলনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে কোতোয়ালি থানার বিআরটিসি বয়লার কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ ইদু ওরফে হাতকাটা ইদু (৪২) বিআরটিসি ও কদমতলী এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের দলনেতা বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইদুকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা আছে।