সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় দু’পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

| প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০১৬ | ৭:১৯ অপরাহ্ন

ctgচট্টগ্রাম : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতকানিয়ার খাগরিয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে খাগরিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভুঁইয়া বলেন, স্থানীয় গ্রামবাসী নুরু গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন লোকজন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়। পুরো এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গেলেও থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।