সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পত্রিকার স্টিকারযুক্ত কারে ইয়াবা পাচার

| প্রকাশিতঃ ১০ অগাস্ট ২০১৬ | ৩:১৭ অপরাহ্ন

Yabaচট্টগ্রাম: ‘দৈনিক স্বাধীন কন্ঠ’ নামের একটি পত্রিকার স্টিকারযুক্ত প্রাইভেটকার ব্যবহার করে ইয়াবা পাচারকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুই হাজার ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন আলম (৪৩) প্রাইভেটকারটির চালক। তিনি নিজেকে স্বাধীন কন্ঠ পত্রিকার ড্রাইভার বলে পরিচয় দেন।

লোহাগাড়া থানার এসআই সোলাইমান পাটেয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের সামনের সড়কে কারটিকে থামানো হয়। এরপর গাড়ির সামনের বাম পাশের চাকায় বিশেষ কৌশলে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাইভেট কারটির মালিক দৈনিক স্বাধীন কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক এনামুল হাসান নয়নের। অভিযানের বিষয়টি আঁচ করতে পেয়ে তিনি প্রাইভেটকার থেকে কৌশলে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ড্রাইভার শাহিন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।