সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবিতে চলছে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি

| প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০১৯ | ৫:৫৫ অপরাহ্ন


চবি প্রতিনিধি: ‘নন্দিত স্বদেশ, নন্দিত বৈশাখ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পহেলা বৈশাখ- ১৪২৬ উদযাপনের প্রস্তুতি ও উদযাপন কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরীকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে পহেলা বৈশাখ উদযাপন কমিটি- ১৪২৬। এই কমিটিতে সমন্বয়ক হিসেবে রয়েছেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরি।

বুধবার বিকেলে চবি প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়েরর প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।

লিখিত বক্তব্যে প্রক্টর পহেলা বৈশাখের দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচী প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হল মাঠে দিনব্যাপী পহেলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে বিশ্ববিদ্যালয়ে স্মরণ চত্বর (জিরোপয়েন্ট) এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন শুরু হবে। পরে বেলা ১০টা থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা ছাড়াও থাকবে ‘চিশতি বাউল ও তার দল’ ও মাকসুদ ও ঢাকা (পুরানো ফিডব্যাক) এর পরিবেশনা।

এছাড়াও দিনব্যাপী থাকবে বৈশাখী ও লোকজ মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওইদিন থাকবে বাঙ্গালীর ঐতিহ্যবাহী খেলাগুলো। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্বরে অনুষ্ঠিত হবে হা ড়ু ড়ু, চাকসু চত্বরে বাউচি, জারুল তলায় পুতুল নাচ, ও লাঠি খেলা। এছাড়াও উন্মুক্ত মঞ্চে মঞ্চস্থ হবে একটি নাটক।

প্রক্টর বলেন, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তার জন্য ওইদিন ক্যাম্পাসে প্রায় ৩’শ থেকে ৪’শ পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, সন্ধ্যার মধ্যে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করবো।