বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রথমবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী

| প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০১৯ | ১:২২ অপরাহ্ন

ভারত : প্রথমবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। উভয় দেশের মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী করার জন্যই তিনি এ সফরে আসছেন।

আগামী সপ্তাহে তিনি ঢাকা আসবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

খবরে বলা হয়েছে, দুই দিনের সফরে ১৯ আগস্ট ঢাকা আসবেন জয়শঙ্কর। সফরে তিনি অবৈধ অভিবাসন, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘ দিনের অসমাধিত তিস্তাসহ ৫৪টি নদীর পানির বন্টন নিয়ে আলোচনা করতে পারেন।

সম্প্রতি নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর। এছাড়া তাজিকিস্তানে এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ববৈঠকেও মিলিত হয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

গত তিন বছরে উভয় দেশ ৬০টির মতো চুক্তিতে স্বাক্ষর করেছে। এছাড়া দীর্ঘদিনের পুরনো সীমান্ত ও সমুদ্রসীমা বিরোধের সমাধানও হয়েছে এই সময়ের মধ্যে। তবে তিস্তার পানিবণ্টন ইস্যুটির এখনও কোনও সমাধান হয়নি।

একুশে/ডেস্ক/এসসি