বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে প্রতীক পেলেন জামায়াতসহ ৬ প্রার্থী, ঝুলে রইল বিএনপির ভাগ্য

বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু, আচরণবিধি মানার নির্দেশ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ জানুয়ারী ২০২৬ | ২:৩৪ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন প্রার্থীরা।

তবে ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হওয়ায় এবং বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এই আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের অনুকূলে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়া হয়নি। আদালতের রায়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও প্রার্থী সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (একতারা), গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল ইসলাম তানজিন (ট্রাক), জনতার দলের প্রার্থী গোলাম নওশের আলী (কলম)।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আহম্মদ কবির করিম ‘ফুটবল’ এবং জিন্নাত আরা ‘হরিণ’ প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। আশা করি, অন্য প্রার্থীরাও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে লড়বেন।”

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কমিশনের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে প্রতীক বরাদ্দের পর ফটিকছড়ির নির্বাচনী আমেজ নতুন মাত্রা পেয়েছে। ভোটাররা আশা করছেন, প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নামলে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে।