
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজনৈতিক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর বড় মেরুং ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মৎ সাইদুল আলম (২৩)। তিনি বড় মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাইদুল ওই এলাকার বাঁচা মেরুং গ্রামের মো. আবদুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল বড় মেরুং এলাকায় অভিযান চালায়। এ সময় সাইদুল আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ রয়েছে। এসব ধারার মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এরপর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।