
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে আইনশৃঙ্খলার কঠোর অবস্থান জানান দিতে যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু হয়।
মহড়ায় নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহড়ায় ২০টি মোটরসাইকেল ও পুলিশের চারটি পিকআপ ভ্যানে শতাধিক পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর দুটি পিকআপ ভ্যানে সেনাসদস্যরা অংশ নেন। সাইরেন বাজিয়ে যৌথবাহিনীর এই বিশাল বহর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।
প্রশাসন সূত্রে জানা গেছে, রাউজান-৬ আসনের নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটারদের মনে আস্থা ফেরাতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। নির্বাচনের আগে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না—মাঠে নেমে এমন বার্তাই দিল যৌথবাহিনী।