
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী নৌচ্যানেলে অভিযান চালিয়ে সরকারি অনুমোদনবিহীন একটি ফিশিং বোট আটক ও অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় মাছের প্রজনন ধ্বংসকারী ৫টি বেহুন্দি জাল ও ২ হাজার মিটার চরঘেরা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৬’ এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন। তাকে সহযোগিতা করে বদরখালী নৌপুলিশ।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বদরখালী নৌচ্যানেলে ট্রলডোর স্থাপনের দায়ে ‘এফবি হাজী নুর জাহান বেগম’ নামের একটি ফিশিং বোটকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমতিপত্র না থাকায় অপর একটি ফিশিং বোটকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন জানান, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার নির্দেশনায় এই বিশেষ অভিযান চালানো হয়। একটি চক্র দীর্ঘদিন ধরে উপকূলীয় চ্যানেলে নিষিদ্ধ বেহুন্দি ও চরঘেরা জাল বসিয়ে মাছের প্রজনন ধ্বংস করে আসছিল। জব্দকৃত জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।