মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কুমিল্লার শ্রেষ্ঠ ওসি সাতকানিয়ার সন্তান তৌহিদুল আনোয়ার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ জানুয়ারী ২০২৬ | ১০:৫৪ পূর্বাহ্ন


আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ও মাদক উদ্ধার অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) খেতাব অর্জন করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল আনোয়ার। রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ বি এম আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা জেলার সব থানার মধ্যে কোতোয়ালি মডেল থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য মো. তৌহিদুল আনোয়ারকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিজয়ী ওসির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সন্তান পুলিশ পরিদর্শক তৌহিদুল আনোয়ার এর আগে কক্সবাজারের চকরিয়া থানায় কর্মরত ছিলেন এবং সেখান থেকে বদলি হয়ে সম্প্রতি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় যোগদান করেন।

অনুষ্ঠানে ডিসেম্বর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিককেও সম্মাননা প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে সেসব সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদমর্যাদার পুলিশ সদস্যরা।