মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী করতে ‘মেয়র শিক্ষাবৃত্তি’ অব্যাহত রাখার ঘোষণা

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ১০০ শিক্ষার্থী পেল পুরস্কার
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০২৬ | ১১:২৮ অপরাহ্ন


চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীকে একটি আধুনিক, মানবিক ও শিক্ষাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ‘চসিক মেয়র শিক্ষাবৃত্তি’ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চালু হওয়া এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা করা হবে বলে তিনি জানান।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট অডিটরিয়ামে আয়োজিত মেয়র শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

চসিকের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই বৃত্তি কার্যক্রমে গত ১০ জানুয়ারি নগরীর ১২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ২ হাজার ৬০২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারীকে একটি ল্যাপটপ এবং ট্যালেন্টপুল, প্রথম গ্রেড ও সাধারণ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীদের যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৪ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তিনি শিক্ষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে ‘নতুন কুঁড়ি’র মতো প্রতিযোগিতামূলক উদ্যোগ চালু করেছিলেন। শিক্ষা জাতি গঠনের প্রধান ভিত্তি উল্লেখ করে মেয়র বলেন, মেধাবীদের সঠিক পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে তারাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে।

তিনি আরও বলেন, এই শিক্ষাবৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার একটি প্রয়াস। ভবিষ্যতে এর পরিসর আরও বিস্তৃত করার আশ্বাস দেন মেয়র।

মেয়র শিক্ষাবৃত্তি পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুদ্দীন শিশিরের সভাপতিত্বে ও সমন্বয়ক আবু মোশাররফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম নছরুল কদির, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক অভীক ওসমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা পর্ষদের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবু তালেব বেলাল।