
চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে একটি কারখানা থেকে নিষিদ্ধ ১টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার (৩১ আগস্ট) উপজেলার ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকূল এলাকায় বিপুল পরিমান পলিথিনগুলো জব্দ করা হয়।
নিষিদ্ধ পলিথিন বন্ধে কঠোর নীতি অবলম্বন করা হবে উল্লেখ করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে অনেক কারখানায় পলিথিন উৎপাদন ও মজুদ করা হচ্ছে। এসব কারখানা ও মালিকের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি। পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে/এসসি