সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আনোয়ারায় ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটক

| প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৯ | ১২:২২ পূর্বাহ্ন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : আনোয়ারায় ঘুষের ২০ হাজার টাকাসহ ডিজিটাল ভূমি জরিপের সার্ভেয়ার শহীদুল হককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় ঘুষ লেনদেনের সময় তাকে আটক করা হয়।

জানা যায়, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে বদি আলমের (৩৫) মাধ্যমে ডিজিটাল ভূমি জরিপ সার্ভেয়াররা ভূমি মালিকদের কাছ থেকে ঘুষের লেনদেন করে।

দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ ছিল উপজেলার বটতলী গ্রামের পূর্ব তুলাতলী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কাজে ভূমি মালিকদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে। জরিপকর্মীরা জমি খাস অথবা প্রকৃত মালিক বাদ দিয়ে অন্যের নামে রেকর্ড দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

তিনি জানান, জরিপ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে অভিযোগ করে স্থানীয়রা। এ অভিযোগের ভিত্তিতে আজ রাতে ঘুষের ২০ হাজার টাকাসহ সার্ভেয়ার মো. শহীদুল হককে হাতেনাতে আটক করা হয়েছে।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জরিপ পরিচালনা কমিটির সভাপতি শেখ জোবায়ের আহমেদ বলেন, দুর্নীতির অভিযোগে ঘুষের টাকাসহ সার্ভেয়ার মো. শহীদুল হককে হাতেনাতে আটক করেছে দুদক। ঘুষ বাণিজ্যের অভিযোগ আর কারো বিরুদ্ধে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।