সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বান্দরবানে জব্দ হওয়া চোলাই মদ ধ্বংস

| প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৯ | ৫:৫৬ অপরাহ্ন


বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে জব্দ করা দেশীয় চোলাই মদ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের উপস্থিতিতে বেশ কয়েকটি মামলায় বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় একশত পনের লিটার দেশীয় চোলাই মদ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র চৌধুরী, ইনচার্জ মালাখানা এসআই মো. গিয়াস উদ্দিন ভুঁইয়া প্রমুখ।