সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

| প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ৬:০৭ অপরাহ্ন


চট্টগ্রাম: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, আগে ব্যাটিং পাওয়ায় ভালোই হয়েছে। রান তাড়ার চাপ না থাকায় দুর্ভাবনা ছাড়াই ব্যাটিং করতে পারবেন তারা।

এদিকে এ ম্যাচে জিততে পারলেই ফাইনালে চলে যাবেন টাইগাররা। এমনটি ঘটলে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হবে মাসাকাদজাদের।

এখন পর্যন্ত সিরিজে দুটি করে ম্যাচ খেলেছে তিন দলই। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে আফগানিস্তান। ফলে তাদের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত। এক জয়ে ও এক হারে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। কোনো জয় না পাওয়ায় টেবিলের তলানিতে জিম্বাবুয়ে।

বুধবার জিম্বাবুয়েকে হারাতে পারলে ৪ পয়েন্ট হবে বাংলাদেশের। স্বভাবতই শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার ছাড়পত্র পাবেন সাকিবরা। কারণ পরের ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলেও সান্ত্বনার ২ পয়েন্ট নিয়ে থাকতে হবে মাসাকাদজাদের।