শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ঝরেপড়া শিশুদের স্কুলমুখিতার সফলতায় শিক্ষিকাদের ভূমিকা অনস্বীকার্য’

প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০২০ | ৮:৪৫ অপরাহ্ন


চট্টগ্রাম : ‘শহরের কর্মজীবী ও ঝরেপড়া শিশুদের স্কুলমুখী করা এবং শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত শিখন কেন্দ্রগুলোর সফলতায় শিক্ষিকাদের ভূমিকা অনস্বীকার্য। যার জন্য আপনাদের আরো বেশি দায়িত্বশীল হয়ে পাঠদানের প্রতি মনোযোগী হতে হবে। জেএসইউএস-এসসিই প্রকল্পের শিক্ষিকাদের ৬দিন ব্যাপি সতেজীকরণ কর্মশালার প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চট্টগ্রামের সহকারী পরিচালক জুলফিকার আমিন এ মন্তব্য করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র ও ব্র্যাকের সহযোগিতায় এবং যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কর্তৃক বাস্তবায়িত সেকেন্ড চান্স এডুকেশন-এর আওতাধীন শিখন কেন্দ্রের শিক্ষিকদের অংশগ্রহণে আয়োজিত ৬ দিনব্যাপি সতেজীকরণ কর্মশালা গতকাল (১৫ সেপ্টেম্বর ২০২০) শুরু হয়েছে কোরবাণীগঞ্জস্থ প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে। বউবাজার বাচা কলোনী, ব্রিকফিল্ড কলোনী কেন্দ্রসহ মোট ৩টি কেন্দ্রে ৪৫জন শিক্ষিকা এ প্রশিক্ষণে নিয়মিতভাবে অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে আরো অংশগ্রহণ করেন জেএসইউএস এসসিই প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মুনজিলুর রহমান, প্রশিক্ষক রোকসানা পারভীন, প্রোগ্রাম অফিসার মো. মঈনুল আরেফীন, নাসরিন খান, ওয়াহিদুল আলম, উম্মে রোমানা রুমি, সালাউদ্দিন মামুন, মো: আরিফ খান, মো: ফরহাদ উদ্দিন, ইসমাত জাহান। প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাসরিন খান’র সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তর‌্য রাখেন কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর মুনজিলুর রহমান।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি