সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সীতাকুণ্ডের এসিল্যান্ড রাশেদুল ইসলাম করোনা আক্রান্ত

| প্রকাশিতঃ ৩ এপ্রিল ২০২১ | ৫:৩১ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার তার করোনা পজেটিভ আসে। একই দিনে করোনার নমুনা পরীক্ষা দেন তিনি।

এ্যাসিল্যান্ডের সহকারী শবদের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

শবদের বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্যার অফিস করেছিলেন। রাতে করোনার রিপোর্ট পজেটিভ আসার বিষয়টি তিনি জানতে পারেন।

শবদের আরও জানান, রাতে স্যারের সাথে কথা হয়েছে, হালকা গলা ব্যাথা থাকলেও শরীরে জ্বর নেই। বর্তমানে তিনি হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, করোনা দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর সীতাকুণ্ডে প্রতিদিন গড়ে ২-৩ জন করোনায় আক্রান্ত হচ্ছেন।

জনগণ সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে না চললে এই অবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

প্রসঙ্গত, সীতাকুণ্ডে এর আগে করোনায় উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ করোনায় আক্রান্ত হয়েছিলেন।