সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

করোনা: দেশে একদিনে ৭৭ জনের মৃত্যু, শনাক্ত ৫৩৩৪

| প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২১ | ৪:৩৪ অপরাহ্ন

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষায় আরও পাঁচ হাজার ৫৩৩৪ জনের দেহে করোনা পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে পাঁচ হাজার ৫৩৩৪ জনের দেহে করোনা পাওয়া গেছে।

এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে দাঁড়াল। নমুনা পরীক্ষায় শনাক্তের হার যথাক্রমে ২০ দশমিক ৪৯ শতাংশ।

আজ শনিবার (১০ এপ্রিল) গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

একদিনে ৭৭ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে নয় হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ২৪ জন নারী।