সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দেশে করোনায় একদিনে রেকর্ড ৭৮ মৃত্যু, শনাক্ত ৫৮১৯

| প্রকাশিতঃ ১১ এপ্রিল ২০২১ | ৪:৩০ অপরাহ্ন


ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু হয়েছে; এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এ পর্যন্ত এটিই সর্বোচ্চ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

করোনায় নতুন করে ৭৮ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে মোট ‍মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।