
ঢাকা : দুবাইতে ৪৫৯ জন বাংলাদেশির সম্পত্তি থাকার বিষয়ে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ জানুয়ারি) এ বিষয়ে এক সম্পূরক আবেদনের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুসন্ধান করতে বলা হয়েছে।
আদেশের বিষয়টি জানিয়েছেন আবেদনকারী আইনজীবী সুবীর নন্দী।
গত ১১ জানুয়ারি দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি-সংক্রান্ত গণমাধ্যমে আসা সংবাদের বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়।
এর আগের দিন ১০ জানুয়ারি প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে সম্পত্তি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি।
২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি সম্পত্তি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার।