শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

‘ওষুধ কোম্পানির সবাই এটা করে’

প্রকাশিতঃ ২৩ জুলাই ২০২৩ | ৫:৩৭ পূর্বাহ্ন


শরীফুল রুকন : চিকিৎসকদের নামে একের পর এক অ্যাকাউন্টপেয়ী চেক ইস্যু করার কারণ জানতে চাইলে এলবিয়ন ল্যাবরেটরিজের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, ‘আমরা দরকার হলে, প্রয়োজন হলে ডাক্তারকে গিফট দিই। এখন আপনি বলছেন, আমি ৫ লাখ দিই, ৩ লাখ দিই। নিশ্চয়ই আপনাকে কেউ তথ্য দিয়েছে। যে দিয়েছে, তার কাছ থেকে বিস্তারিত তথ্য নিন। এরপর নিউজ করার থাকলে করুন। অসুবিধা তো নাই।’

তিনি আরও বলেন, ‘এসব বিষয় নিয়ে নিউজ করেন, দেখবেন, কালকে সকালেই ডাক্তাররা ধর্মঘট করবেন। করে দেখেন না! ডাক্তাররা ধর্মঘট করলে পাবলিক চিকিৎসা না পেয়ে মারা যাবে- এই অবস্থা হবে আর কি! কালকে সকালে ডাক্তাররা ধর্মঘট করলে আপনি রাস্তাঘাটে কান্নাকাটি করবেন। এগুলো নিয়ে নিউজ করা মানে কোম্পানির কিছু না, ডাক্তারের বিরুদ্ধে করবেন যে! ওষুধ কোম্পানি একটা-দুইটা না। এ টু জেড সবাই করে। বাংলাদেশে ওষুধ কোম্পানির তো অভাব নাই। এখন দুই-আড়াইশ কোম্পানি আছে। একজন না দিলে আরেকজন তো দেবে, এমন অবস্থা।’

জানতে চাইলে সান ফার্মাসিউটিক্যাল (বাংলাদেশ) লিমিটেডের চট্টগ্রামের রিজিওনাল সেলস ম্যানেজার রাজিব বৈদ্য বলেন, ‘ডাক্তারদের চেক দেওয়ার বিষয়টি আমাদের এখানে এখন চলমান নাই। অনেক বছর ধরে আমরা ডাক্তারদের চেক দিচ্ছি না। এগুলো অনেক আগে বন্ধ হয়ে গেছে।’

শুধু আপনারা নয়, প্রায় সব কোম্পানি তো ডাক্তারদেরকে টাকা দিচ্ছে- বলার পর রাজিব বৈদ্য বলেন, ‘হ্যাঁ, দিচ্ছে। তবে ২০১৪ সালে আমি যখন সান ফার্মায় জয়েন করি, তখন থেকে চেক দেওয়ার বিষয়টি দেখিনি। রেগুলার প্রমোশন যা আছে, আমরা এখন শুধু তা-ই করি।’

তবে তিনি স্বীকার করেন, ‘এই কারণে বাংলাদেশে তাদের ব্যবসা-বাণিজ্য কম।’

মূল প্রতিবেদন : ডাক্তারদের পটাতে চেক বাড়ি গাড়ি সবই