সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পূজা দেখতে গিয়ে গুলিবিদ্ধ নারীসহ দুইজন

| প্রকাশিতঃ ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ৪:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের নন্দন কানন এলাকার লোকনাথ মন্দিরে পূজা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক নারী ও এক তরুণ। শুক্রবার দিবাগত গভীর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে এই ঘটনা ঘটেছে।

আহতরা হলেন নন্দনকানন ১ নম্বর গলির লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা অনুপ দাশের স্ত্রী কৃষ্ণা দাশ (৪০) ও ঝাউতলা এলাকার টাইটানিক বিল্ডিংয়ের বাসিন্দা খোকনের ছেলে শাওন (২০)। কৃষ্ণার বাঁ পায়ে এবং শাওনের ডান পায়ে গুলি লেগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুনের মামলায় যুবলীগ ক্যাডার অমিত মুহুরী গ্রেফতার হওয়ার পর ওই এলাকার দখল নিতে চাচ্ছে ছাত্রলীগের শাহরিয়ার নিলয় ও শশী। কয়েকদিন আগে এলাকায় নিলয়ের নামে পোস্টার লাগায় তার অনুসারীরা। সে পোস্টার গত বৃহস্পতিবার অমিতের অনুসারীরা ছিঁড়ে ফেলে। পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ১টার পর নন্দনকানন ডিসি হিলের সামনে এক পক্ষ গুলিবর্ষণ করে।

কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, রাতে হই চই শুনে লোকনাথ মন্দির থেকে কৃষ্ণা দাশ বেরিয়ে আসেন। তখন এলজি থেকে ছোড়া ছররা ‍গুলি তার পায়ে লাগে। শাওন পূজা দেখতে এসেছিল। তার পায়েও গুলি লাগে। জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ নারী-পুরুষ দুইজনকে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালে আনা হয়। তাদের পা থেকে গুলি বের করা হয়েছে। চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন।