সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০১৭ | ৬:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকার মহিবুল চৌধুরীর ভাড়া বাসা থেকে ফাতেমা আক্তার (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৮টায় বাসার বেলকনি থেকে ফাতেমার ঝুলন্ত লাশ জোরারগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে।
নিহত ফাতেমা আক্তার (২১) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার গোলাপ খানের মেয়ে।

গত ৫ মাস পূর্বে একই জেলার চান্দিনা থানার আহমদ আলীর ছেলে বিল্লাল হোসেনের (২৯) সাথে তার বিয়ে হয়। বিল্লাল হোসেন পল্লী উন্নয়ন কর্মসূচী নামক একটি এনজিওর জোরারগঞ্জ থানা এলাকায় মাঠ সহকারী পদে চাকুরী করেন।

নিহতের স্বামী বেলাল জানান, চাকুরীর সুবাধে স্ত্রীকে নিয়ে এই বাসায় চলতি মাসের ১ তারিখে উঠেছেন। প্রতিদিনের ন্যায় সকাল ৭ টার সময় নাস্তা সেরে তিনি কাজের উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর তার সহকর্মীর মাধ্যমে জানতে পারেন তার স্ত্রী বাসার বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তিনি এসে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরবর্তীতে সকাল ১১ টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত উল্লাহ বলেন, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে কলহ নাকি অন্য কোনো কারণে আত্মহত্যা তা পরে জানা যাবে।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই দীনেশ চন্দ্র দাস গুপ্ত বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এটি কি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।