
একমাত্র সুশিক্ষাই জাতিকে সব ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা জহুরুল আলম জহুর।
শনিবার সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মাহমুদাবাদ তাহেরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণদের অপরাধে জড়ানোর কারণ ব্যাখ্যা করে জহুরুল আলম জহুর বলেন, “বেকারত্ব থেকে দারিদ্র্যতা, দারিদ্র্যতা থেকে হতাশা। আর এভাবেই ধীরে ধীরে তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ে। এজন্য সন্তানের ক্যারিয়ার গঠনে মা-বাবাকে বড় ভূমিকা রাখতে হয়। সন্তানের প্রতি অবহেলা মানে সারাজীবনের দুঃখ ডেকে আনা।”
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “অন্যথায় সন্তানরা একঘেঁয়ে পরিবেশে বেড়ে ওঠে, যা ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সন্তানকে সময় দিন।”
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান।
এতে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আলি সিদ্দিকী, গাউসিয়া কমিটি সীতাকুণ্ডের সাধারণ সম্পাদক মো. মনজুর এলাহি এবং মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা।