সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে অভিযান: ৫ ড্রেজার মালিককে জরিমানা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৩৮ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি ড্রেজার মেশিনের মালিককে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিনব্যাপী উপজেলার সরফভাটা ও মরিয়মনগর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, কর্ণফুলী নদীতে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, “এ সময় পাঁচটি ড্রেজার মেশিনের মালিককে আটক করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”

অভিযান পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।