সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ১ লাখ ১১ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৪০ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ১১ হাজারেরও বেশি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জানানো হয়, প্রথম ১০ কর্মদিবস বিদ্যালয়ভিত্তিক এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে এই টিকা দেওয়া হবে। প্রতিদিন প্রায় ৯ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইউএনও মো. কামরুল হাসান তার বক্তব্যে বলেন, “টিকাদানের মাধ্যমে টাইফয়েড রোগ প্রতিরোধ করা সম্ভব। সবার সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা জানান, এই টিকা শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ানো এই রোগ প্রতিরোধে টিকাদান অত্যন্ত জরুরি।

সভায় আরও বক্তব্য দেন মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ইসমাইল হুসাইন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই কর্মসূচিতে গ্যাভি টিকাদান জোট, প্যাথ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।