মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

চকরিয়ার স্কুলে ‘কঠোর’ সিদ্ধান্ত: নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসি নয়

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০২৫ | ৫:৩২ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া জিন্নতআলী চৌধুরী উচ্চবিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়নে ম্যানেজিং কমিটি ও শিক্ষক পরিষদ এক ‘কঠোর’ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় যে সব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষায়) অকৃতকার্য হবে, তাদের বোর্ড পরীক্ষার ফরম ফিলাপ করতে দেওয়া হবে না।

সোমবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢেমুশিয়া জিন্নতআলী চৌধুরী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন।

এর আগের দিন, রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটি ও শিক্ষক পরিষদের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় সভাপতি জানান, সেখানে উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ অনুযায়ী এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফরম ফিলাপ না করানোর সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

তিনি বলেন, শিক্ষার্থীরা এসএসসির নির্বাচনী পরীক্ষায় যাতে ভালো ফল করতে পারে, সেজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ পাঠদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিভাবক সমাবেশের মতামতের আলোকে শিক্ষকমণ্ডলী এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হয়ে পাঠদানে সচেষ্ট থাকবেন। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য অভিভাবকরাও নিজের অবস্থান থেকে সজাগ থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

ঢেমুশিয়া জিন্নতআলী চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল হক, সিনিয়র শিক্ষক জীবন চন্দ্র সুশীল, নাজিম উদ্দিন, আবদুল হালিম ও মোর্শেদ আলম প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।