মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মনোনয়ন পাননি আসলাম চৌধুরী, সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০২৫ | ৮:৪২ অপরাহ্ন


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা লায়ন আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলীয় মনোনয়ন না পাওয়ার খবরে তার অনুসারীরা সীতাকুণ্ড ওভার ব্রিজ, ফকির হাট, বাঁশবাড়িয়া, ফৌজদারহাট, পৌরসভা, কুমিরা ও ভাটিয়ারীসহ ২০ থেকে ২৫টি স্পটে মহাসড়কে নেমে আসে।

বিক্ষুব্ধ সমর্থকরা রাস্তায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে, যার ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ও একটি দোকান ভাঙচুর করা হয় বলেও জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন পেয়েছেন কাজী সালাহ উদ্দিন।

বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন আসলাম চৌধুরী এই আসন থেকে অন্যতম মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকায় তার নাম না আসায় আসলাম চৌধুরীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালীন বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ঘোষণার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আবেগ ধরে রাখতে পারেননি। তাঁরা যে যার জায়গা থেকে মহাসড়কে উঠে প্রতিবাদ শুরু করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, আসলাম চৌধুরীর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেছে। বর্তমানে অবরোধ চলমান রয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছেন।

ওসি মজিবুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।