নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ভাঙ্গার ষড়যন্ত্র সফল হবেনা দাবী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ঢাকা থেকে যৌথ নেতৃত্ব দিয়ে আমরা দলকে সংঘবদ্ধ করে রেখেছি। সরকার যা ভেবেছিলো তা হয়নি। সরকারের চাল বুমেরাং হয়ে গেছে। এরশাদ চেষ্টা করেছে, ওয়ান ইলেভেনে চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্র সফল হয় নাই।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আগে জাতীয় নেত্রী ছিলেন, জেলে যাওযার পর তিনি আর্ন্তজাতিক নেত্রী হয়ে গেছেন।’
বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীর কোতোয়ালি থানার নূর আহমদ সড়কে মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়া কে ‘দেশমাতা’ উপাধি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বীর চট্টলাবাসি আজ বেগম খালেদা জিয়াকে ‘দেশমাতা’ উপাধি দিয়েছে। আমরা আমাদের মায়ের মুক্তির জন্য লড়ে যাব।’
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহাম্মদ, মির্জা আব্বাস, ড. মঈনু খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় নিবাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জয়নাল আবেদীন ফারুক, সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, ছাত্রদলের নগর সভাপতি গাজী সিরাজুল্লাহ, নগর যুবদলের সাধারন সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি প্রমুখ।
নগরীর লালদিঘীর মাঠে জনসভার অনুমতি না পাওয়ায় নগর পুলিশের (সিএমপি) নির্দেশনা মেনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করে বিএনপি।
** গণতন্ত্র লুট হয়ে গেছে : মির্জা ফখরুল
** বিএনপির সামনে তিন এজেন্ডা : ব্যারিস্টার মওদুদ
**দলীয় কার্যালয়ের সামনে জনসভা করবে বিএনপি
একুশে/এএ