সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সংসদে প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার চান এরশাদ

| প্রকাশিতঃ ২৪ মার্চ ২০১৮ | ৯:৫০ অপরাহ্ন

ঢাকা : সংসদের প্রতিনিধিত্বকারী সব দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার (২৪ মার্চ) দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে তিনি এই প্রস্তাব দেন।

নির্বাচনকালীন সরকারের প্রস্তাব রেখে এরশাদ বলেন, ‘সাংবিধানিক পদ্ধতির অধীনে নির্বাচনকালীন সময়ে সংসদের প্রতিনিধিত্বকারী সব দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এর বিকল্প নেই। এই সরকার শুধু রুটিনমাফিক রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবে। নির্বাচনে এই অন্তর্বর্তী সরকারের কোনও ভূমিকা থাকবে না। নির্বাচন পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন।’

জাপা প্রধান এরশাদ তার বক্তব্যের প্রথম ২৮ দফার শেষ দিকে বলেছেন, ‘আমরা কোনও কেয়ারটেকার, সহায়ক কিংবা কোনও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিশ্বাস করি না।’ এর কারণও জানিয়েছেন তিনি। তার অভিযোগ— কোনও তত্ত্বাবধায়ক সরকার জাতীয় পার্টির প্রতি সুবিচার করেনি। এরশাদের ভাষ্য, ‘সেই কলঙ্কিত ব্যবস্থা সংবিধান থেকে মুছে গেছে। আমরা সাংবিধানিক ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নিতে চাই।’

১৫ মিনিটের বক্তব্যে সরকারের সমালোচনা করেন এই সাবেক রাষ্ট্রপতি। একইসঙ্গে নিজের ক্ষমতাকালীন অবস্থার কথা তুলে ধরেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপির নেতিবাচক দিক তুলে ধরে দল দুটির নিন্দা করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ দূত।