সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাসপাতালে

| প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০১৮ | ৬:১২ অপরাহ্ন

ঢাকা: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া।

সচিবালয়ে নিজ দপ্তরে হঠাৎ মাথাঘুরে পড়ে যাওয়ার পর হাসপাতালে নেয়া হয় গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। সেখান থেকে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে শেরে-বাংলা নগরস্থ নিউরোসায়েন্স হাসপাতাল ও ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য বৃটেনে সরকারি সফর শেষে গতকাল দেশে ফিরেন ইঞ্জিনিয়ার মোশাররফ।