উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সাফল্যের পর এবার সিরিয়া সংকট নিয়ে রাশিয়ার পুতিনের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে একবার বৈঠকে বসলে সিরিয়া সংকট সমাধান হতো। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
এদিকে ট্রাম্প ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে উল্লেখ করায় রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক ‘ক্রিমিয়া আমাদের, ট্রাম্প আমাদের’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ক্রিমিয়া ইউক্রেন থেকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভূক্তির জেরে অনেক বিশ্ব নেতা সমালোচনা করলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমন মন্তব্য করলেন।