ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া: সিউলে অনুষ্ঠিত ৩৩তম ‘কোরিয়া ওয়ার্ল্ড ট্র্যাভেল ফেয়ার’-এ (কেওটিএফএ) অংশ নিয়ে ‘দ্য বেস্ট বুথ অপারেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশ।
১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত এ মেলায় অংশ নেওয়া ৩৫ দেশের ৫৫ প্যাভিলিয়নের মধ্যে বাংলাদেশ প্যাভিলিয়ন এ পুরস্কার পেল।
বৃহস্পতিবার সকালে বিশ্ব পর্যটন মেলার চেয়ারম্যান সিন জং মক মেলায় অংশ নেওয়া সব দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এ মেলার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।
কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) মেলায় অংশ নেয়। পাঁচ সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু বকর সিদ্দিক।
দূতাবাস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ থেকে তিনটি বেসরকারি ট্যুর অপারেটরও মেলায় অংশ নেয়। মেলায় বাংলাদেশের পর্যটনের আকর্ষণীয় স্থানগুলো নিয়ে একটি ভিডিও ক্লিপ দেখানো হয়।
২০১২ সাল থেকে বাংলাদেশ এ মেলায় নিয়মিত অংশ নিচ্ছে।
একুশে/এসআর